প্রশিক্ষণের বিষয় কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
Fill-up Google Form for Application of 10 months Residential REDP Course 2025-26
Or,
Download Application Form for Application of 10 months Residential REDP Course 2025-26
Please fill-up Any One (অনুগ্রহ করে যেকোনো একটি পূরণ করুন) – i) Google Form (In case of Google Form : Please fill-up the Form carefully and uploaded the said documents (গুগল ফর্মের ক্ষেত্রে: দয়া করে ফর্মটি সাবধানে পূরণ করুন এবং উল্লিখিত নথিগুলি আপলোড করুন)
Or (অথবা)
ii) Application From (In case of Application Form : Please Download the Application form from website – Fill-up with your Own hand – Documents attached with self-attested – Sent to Speed Post / deposit at office by hand. (আবেদনপত্রের ক্ষেত্রে: অনুগ্রহ করে ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করুন – আপনার নিজের হাতে পূরণ করুন – স্ব-প্রত্যয়িত নথি সংযুক্ত করুন – স্পিড পোস্টে প্রেরণ করুন / হাতে অফিসে জমা দিন।)
নিয়মাবলীঃ
(১) প্রশিক্ষণটি হবে – পশু মিত্র (প্রাণীপালন ও প্রাথমিক চিকিৎসা, হাঁস-মুরগী ও ছাগল পালন), মৎস্য চাষ ও কৃত্তিম প্রজনন, উদ্যান বিদ্যা (Horticulture & Nursery Management), কৃষি যন্ত্রপাতির ব্যবহার, কৃষিবিদ্যা ও সংশ্লিষ্ট বিষয় (বীজ উৎপাদন, মাটি পরীক্ষা, কেঁচো সার ইত্যাদি), মাশরুম চাষ, মৌমাছি পালন, খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ (জ্যাম, জেলী, স্কোয়াশ, আচার, কাসুন্দি, সস ইত্যাদি), রঙ্গিন মাছ চাষ, বিদেশী পাখী পালন ইত্যাদির সম্মিলিত বৃত্তিমূলক বিষয় এছাড়াও Value Education, Capacity Building, Social Work, Basic Computer and Soft Skill এগুলি থাকবে।
(২) দশ মাসের সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণ চলাকালীন জরুরী কারণ ব্যতীত কোন ছুটি পাওয়া যাবে না।
(৩) শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম মাধ্যমিক।
(৪) বয়সঃ ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে (১লা এপ্রিল ২০২৫ অনুয়ায়ী)।
(৫) গ্রামে বসবাসকারী কঠোর পরিশ্রমে সক্ষম অবিবাহিত যুবকরা আবেদনের যোগ্য।
(৬) অবশ্যই স্বামী বিবেকানন্দের ভাবধারায় বিশ্বাসী এবং উৎসাহী হতে হবে।
(৭) বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে নাম নথিভূক্ত থাকলে আবেদন করতে পারবেন না।
(৮) ক) ভর্ত্তির সময় রেজ্রিস্ট্রেশন ফি বাবদ ৫০০.০০ (পাঁচশত) টাকা মাত্র জমা দিতে হবে। খ) শর্তসাপেক্ষ ফেরৎ যোগ্য ২০০.০০ (দুইশত) টাকা মাত্র কশন্ মানি হিসাবে জমা দিতে হবে। গ) এছাড়া কোন অতিরিক্ত অর্থ (ফি) লাগবে না।
(৯) প্রশিক্ষণ চলাকালীন অসুস্থ হলে তার চিকিৎসার জন্য যাবতীয় খরচ প্রশিক্ষার্থীকেই বহন করতে হবে।
(১০) আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০শে এপ্রিল ২০২৫।
(১১) আবেদন পত্রের ভিত্তিতে নির্বাচিত প্রশিক্ষার্থীদের সিলেকশন ক্যাম্পে ডাকা হবে ৪ই ও ৫ই মে, ২০২৫ (সম্ভাব্য)।
(১২) পাঠক্রম শুরু হবে ১৫ই মে ২০২৫।
(১৩) প্রশিক্ষার্থী নির্বাচনের বিষয় কতৃপক্ষের সিন্ধান্তই চুড়ান্ত।
(১৪) প্রশিক্ষণ সম্মূর্ণ না করলে অথবা কোনও অসত্য তথ্য পরিবেশন করে থাকলে প্রশিক্ষণের যাবতীয় খরচ ফেরৎ দিতে হবে।
(১৫) মোবাইল ফোন শর্তসাপেক্ষে সঙ্গে রাখা যাবে।
(১৬) ধূমপান জাতীয় কোন নেশা করা যাবে না।
(১৭) উপরের নিয়গুলি কতৃপক্ষ প্রয়োজনে যে কোন পরিবর্তন করতে পারবে।