Skill Development Training Programme 2024-25 (স্বনির্ভরতার লক্ষে স্বল্পমেয়াদী বৃত্তিমূলক প্রশিক্ষণ ২০২৪-২৫)

স্বনির্ভরতার লক্ষে স্বল্পমেয়াদী বৃত্তিমূলক প্রশিক্ষণ ২০২৪-২৫

রামকৃষ্ণ মিশন সমাজ সেবক শিক্ষণ মন্দির, বেলুড় মঠ, হাওড়া ; পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক  এবং নাবার্ড –এর যৌথ উদ্যোগে বিনা খরচে বৃত্তিমূলক প্রশিক্ষণ (অনাবাসিক)

বয়সঃ ১৮ – ৪৫ বছরের মধ্যে ;

শিক্ষাগত যোগ্যতাঃ কোন বাধ্য-বাধকতা নেই, তবে ক্লাস এইট পাস থাকলে অগ্রাধিকার পাবে। 

 

প্রশিক্ষণের নাম –  জেনেরাল ই ডি পি, প্রশিক্ষণের মেয়াদ – ৪৮ ঘণ্টা।

রামকৃষ্ণ মিশন সমাজ সেবক শিক্ষণ মন্দির, বেলুড় মঠ, হাওড়া। ফোন – ২৬৫৪ ৮৯০৮/৮৯০৯

 

প্রশিক্ষণের নাম –  ছাগল পালন, প্রশিক্ষণের মেয়াদ – ৮০ ঘণ্টা।

১) বগছড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ, বগছড়ি, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর। ফোন – ৯৪৭৪৯৫০৪৩০, ৭৫৫১০৬৫৩০০।
২) বেলপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র, বেলপুকুর, শ্যামপুর, হাওড়া। ফোন – ৯৭৩২৬৮১৪২৯, ৯৪৭৪৩৯৪৮১৪।
৩) বিবেকানন্দ মানব কল্যান সোসাইটি, গোলাহাট, চকবামনগরিয়া, পূর্ব বর্ধমান। ফোন – ৯০০২৯৬০৯৫০, ৮৬১৭৬৯০৪৯৭।
৪) আহাড়রা বিবেকানন্দ যুব সংঘ, আহাড়রা, আরষা পুরুলিয়া। ফোন –৭৯০৮০০৩৫৮৭, ৯৯৩২৪৮৯৬৩৮।

 

প্রশিক্ষণের নাম –  মাশরুম চাষ, প্রশিক্ষণের মেয়াদ ৮০ ঘণ্টা।

১) মা সারদা স্বনির্ভর দল, ডুমুরদহ, বলাগড়, হুগলী। ফোন – ৭৬০২৬০৬৭৬৯, ৮০১৬০১৩০৬৪।
২) মা সারদা স্বনির্ভর দল, ডুমুরদহ, বলাগড়, হুগলী। ফোন – ৭৬০২৬০৬৭৬৯, ৮০১৬০১৩০৬৪।
৩) ভুনিয়াখালি গ্রাম বিকাশ কেন্দ্র, ময়না, পূর্ব মেদিনীপুর। ফোন – ৯৬৪১৩৬৪৪২১।
৪) কোতুলপুর শ্রীমা সার্ভিক পল্লীমঙ্গল, কোতুলপুর, বাঁকুড়া। ফোন- ৯৬৪৭৬২১৯৬৮, ৮০০১১২৪৩০২, ৯৪৭৪৭৪৪৬৩১।

 

প্রশিক্ষণের নাম –  পল্ট্রি পালন, প্রশিক্ষণের মেয়াদ – ৮০ ঘণ্টা।

১) মোহাটি বিবেকানন্দ সেবা সংঘ, মোহাটি, খেজুরি, পূর্ব মেদিনীপুর। ফোন – ৯৭৩২৫৪৬৬৭৩।
২) স্বামীজী সর্বোদয় সংঘ, বিরুলিয়া, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। ফোন – ৯৭৭৫৫১৫৫৩০, ৯৭৩৩৬৪৩৭৫১
৩) ভুনিয়াখালি গ্রাম বিকাশ কেন্দ্র, ময়না, পূর্ব মেদিনীপুর। ফোন – ৯৬৪১৩৬৪৪২১।
৪) আহাড়রা বিবেকানন্দ যুব সংঘ, আহাড়রা, আরষা, পুরুলিয়া। ফোন –৭৯০৮০০৩৫৮৭, ৯৯৩২৪৮৯৬৩৮।

 

প্রশিক্ষণের নাম –  ভেজিটেবেল নার্শারী ম্যানেজমেন্ট ও চাষ, প্রশিক্ষণের মেয়াদ – ৮০ ঘণ্টা।

১) কোতুলপুর শ্রীমা সার্ভিক পল্লীমঙ্গল, কোতুলপুর, বাঁকুড়া। ফোন- ৯৬৪৭৬২১৯৬৮, ৮০০১১২৪৩০২, ৯৪৭৪৭৪৪৬৩১।
২) আহাড়রা বিবেকানন্দ যুব সংঘ, আহাড়রা, আরষা, পুরুলিয়া। ফোন –৭৯০৮০০৩৫৮৭, ৯৯৩২৪৮৯৬৩৮।

 

প্রশিক্ষণের নাম – ডেয়ারী ফারমিং ও ভার্মী-কম্পোস্ট মেকিং, প্রশিক্ষণের মেয়াদ – ৮০ ঘণ্টা।

১) বগছড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ, বগছড়ি, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর। ফোন – ৯৪৭৪৯৫০৪৩০, ৭৫৫১০৬৫৩০০।
২) কোতুলপুর শ্রীমা সার্ভিক পল্লীমঙ্গল, কোতুলপুর, বাঁকুড়া। ফোন- ৯৬৪৭৬২১৯৬৮, ৮০০১১২৪৩০২, ৯৪৭৪৭৪৪৬৩১।
৩) আহাড়রা বিবেকানন্দ যুব সংঘ, আহাড়রা, আরষা, পুরুলিয়া। ফোন –৭৯০৮০০৩৫৮৭, ৯৯৩২৪৮৯৬৩৮।

 

প্রশিক্ষণের নাম – মৎস্য চাষ, প্রশিক্ষণের মেয়াদ – ৮০ ঘণ্টা।

বগছড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ, বগছড়ি, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর। ফোন – ৯৪৭৪৯৫০৪৩০, ৭৫৫১০৬৫৩০০।

 

প্রশিক্ষণের নাম – কর্মারসিয়াল হর্টিক্যালচার (উদ্যান বিদ্যা), প্রশিক্ষণের মেয়াদ – ১০৪ ঘণ্টা

১) মোহাটি বিবেকানন্দ সেবা সংঘ, মোহাটি, খেজুরি, পূর্ব মেদিনীপুর। ফোন – ৯৭৩২৫৪৬৬৭৩।
২) বগছড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ, বগছড়ি, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর। ফোন – ৯৪৭৪৯৫০৪৩০, ৭৫৫১০৬৫৩০০।
৩) কোতুলপুর শ্রীমা সার্ভিক পল্লীমঙ্গল, কোতুলপুর, বাঁকুড়া। ফোন- ৯৬৪৭৬২১৯৬৮, ৮০০১১২৪৩০২, ৯৪৭৪৭৪৪৬৩১।

 

প্রশিক্ষণের নাম –  কৃষি উদ্যমী, প্রশিক্ষণের মেয়াদ – ১০৪ ঘণ্টা।

কোতুলপুর শ্রীমা সার্ভিক পল্লীমঙ্গল, কোতুলপুর, বাঁকুড়া। ফোন- ৯৬৪৭৬২১৯৬৮, ৮০০১১২৪৩০২, ৯৪৭৪৭৪৪৬৩১।

 

প্রশিক্ষণের নাম – পাটজাত দ্রব্য তৈরী (জুট প্রডাক্ট উদ্যোমী), প্রশিক্ষণের মেয়াদ – ১০৪ ঘন্টা।

বিবেকানন্দ মানব কল্যান সোসাইটি, গোলাহাট, চকবামনগরিয়া, পূর্ব বর্ধমান। ফোন – ৯০০২৯৬০৯৫০, ৮৬১৭৬৯০৪৯৭।

 

প্রশিক্ষণের নাম –  কাস্টম জুয়েলারী উদ্যমী (জুয়েলারী তৈরী), প্রশিক্ষণের মেয়াদ – ১০৪ ঘণ্টা।

১) মাজু আলোর দিশারী বহুমুখি মহিলা সংঘ প্রাথমিক সমবায় সমিতি, মাজু, জগতবল্লভপুর, হাওড়া। ফোন – ৬২৯১০০১৮৬০।
২) পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম, জামালপুর, পূর্ব বর্ধমান। ফোন- ৯৪৩৪৬৭৫০৬৪, ৯৯৩২৭৫৫৭৫৬।

 

প্রশিক্ষণের নাম –  পাটজাত দ্রব্য তৈরী (জুট প্রডাক্ট উদ্যোমী), প্রশিক্ষণের মেয়াদ – ১০৪ ঘণ্টা।

ঝাঁসি রাণী এস জি এস ওয়াই সংঘ, চন্ডীপুর, পীরপুর, হাওড়া। ফোন – ৯৮৭৪০৬১৫৭৫, ৯৮৭৪৫৫৩২৩৬।

 

প্রশিক্ষণের নাম –  সফট টয়েস মেকিং (খেলনা তৈরী), প্রশিক্ষণের মেয়াদ – ১০৪ ঘণ্টা।

বেলপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র, বেলপুকুর, শ্যামপুর, হাওড়া। ফোন – ৯৭৩২৬৮১৪২৯, ৯৪৭৪৩৯৪৮১৪।

 

প্রশিক্ষণের নাম –  ফাস্ট ফুড স্টল উদ্যমী, প্রশিক্ষণের মেয়াদ – ৮০ ঘণ্টা।

ঝাঁসি রাণী এস জি এস ওয়াই সংঘ, চন্ডীপুর, পীরপুর, হাওড়া। ফোন – ৯৮৭৪০৬১৫৭৫, ৯৮৭৪৫৫৩২৩৬

 

প্রশিক্ষণের নাম –  পাঁপড়, আচার ও মশলা পাউডার তৈরী, প্রশিক্ষণের মেয়াদ – ৮০ ঘণ্টা।

১) মোহাটি বিবেকানন্দ সেবা সংঘ, মোহাটি, খেজুরি, পূর্ব মেদিনীপুর। ফোন – ৯৭৩২৫৪৬৬৭৩।
২) বগছড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ, বগছড়ি, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর। ফোন – ৯৪৭৪৯৫০৪৩০, ৭৫৫১০৬৫৩০০।

 

প্রশিক্ষণের নাম –  ট্রেলারিং (কেবলমাত্র মহিলাদের জন্য), প্রশিক্ষণের মেয়াদ – ২৪০ ঘণ্টা।

১) বেলপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র, বেলপুকুর, শ্যামপুর, হাওড়া। ফোন – ৯৭৩২৬৮১৪২৯, ৯৪৭৪৩৯৪৮১৪।
২) শ্রী রামকৃষ্ণ আশ্রম, কুমরুল, হুগলী। ফোন – ৯৬০৯৫০৬৯৭২, ৭০২৯৫৫৯২৭৬।
৩) বগছড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ, বগছড়ি, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর। ফোন – ৯৪৭৪৯৫০৪৩০, ৭৫৫১০৬৫৩০০।
৪) আহাড়রা বিবেকানন্দ যুব সংঘ, আহাড়রা, আরষা পুরুলিয়া। ফোন –৭৯০৮০০৩৫৮৭, ৯৯৩২৪৮৯৬৩৮।

 

প্রশিক্ষণের নাম –  বিউটি পার্লার ম্যানেজমেন্ট (কেবলমাত্র মহিলাদের জন্য), প্রশিক্ষণের মেয়াদ – ২৪০ ঘণ্টা।

উত্তরণ চ্যারিটেবল ট্রাষ্ট, পুরন্দরপুর, কান্দী, মুর্শিদাবাদ। ফোন- ৮০০১০৩৯১১৩।

 

 

প্রশিক্ষণে আগ্রহী ব্যক্তিগণকে সাদা কাগজে আবেদন পত্র লিখে (সম্পূর্ণ বায়োডাটা সহ) উপরে উল্লিখিত নির্দিষ্ট ট্রেনিং সেন্টারে যেখানে ট্রেনিং নিতে ইচ্ছুক সেখানে, অথবা, রামকৃষ্ণ মিশন সমাজ সেবক শিক্ষণ মন্দির, বেলুড় মঠ, হাওড়া-৭১১২০২ আবেদন পত্র জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রশিক্ষণের শেষে উপযুক্ত পার্থীদের সার্টিফিকেট (ভারত সরকারের) এবং ব্যাঙ্ক থেকে ঋণ পেতে সাহায্য করা হবে।

 আবেদন পত্র জমা দেবার শেষ তারিখ ৩০শে এপ্রিল ২০২৪ (ক্ষেত্র বিশেষে ট্রেনিং শুরু হওয়ার আগে পর্যন্ত যোগাযোগ করা যেতে পারে)।
 বয়সঃ ১৮ – ৪৫ বছরের মধ্যে।
 শিক্ষাগত যোগ্যতাঃ কোন বাধ্য-বাধকতা নেই, তবে ক্লাস এইট পাস থাকলে অগ্রাধিকার পাবে।
 ফোন করার সময় সকাল ১০টা হইতে বিকাল ৫টা পর্যন্ত।

বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন –
রামকৃষ্ণ মিশন সমাজ সেবক শিক্ষণ মন্দির, পোস্ট – বেলুড় মঠ, জেলা – হাওড়া-৭১১২০২
ফোন- (০৩৩) ২৬৫৪-৮৯০৯ (সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে)
অথবা, বিশদ বিবরণ পাবেন https://www.rkmsssm.org – এই ওয়েবসাইটে।

 

10 Months Residential REDP Course 2023-24 (১০ মাসের আবাসিক প্রশিক্ষণ – আর ই ডি পি ২০২৪-২৫)

Download Application Form REDP Course 2024-25

(১) প্রশিক্ষণটি দুটি ভাগে হবে – (ক) ৬ (ছয়) মাসের কৃষিবিদ্যা ও সংশ্লিষ্ট বিষয়– উদ্যান বিদ্যা (Horticulture & Nursery Management), মাশরুম চাষ, মৌমাছি পালন, খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ (জ্যাম, জেলী, স্কোয়াশ, আচার, কাসুন্দি, সস ইত্যাদি), বীজ উৎপাদন, মাটি পরীক্ষা, কেঁচো সার, মৎস্য চাষ ও কৃত্তিম প্রজনন, রঙ্গিন মাছ চাষ, বিদেশী পাখী পালন, কৃষি যন্ত্রপাতির ব্যবহার এবং (খ) ৪ (চার) মাসের প্রাণীপালন ও প্রাথমিক চিকিৎসা, হাঁস-মুরগী ও ছাগল পালন ইত্যাদির সম্মিলিত বৃত্তিমূলক বিষয় এছাড়াও Value Education, EDP, Capacity Building, Social Work, Basic Computer and Soft Skill এগুলিও থাকবে।

(২) দশ মাসের সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণ চলাকালীন জরুরী কারণ ব্যতীত কোন ছুটি পাওয়া যাবে না।

(৩) শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম মাধ্যমিক।

(৪) বয়সঃ ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে (১লা এপ্রিল ২০২৪ অনুয়ায়ী)।

(৫) গ্রামে বসবাসকারী কঠোর পরিশ্রমে সক্ষম অবিবাহিত যুবকরা আবেদনের যোগ্য।

(৬) অবশ্যই স্বামী বিবেকানন্দের ভাবধারায় বিশ্বাসী এবং উৎসাহী হতে হবে।

(৭) বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে নাম নথিভূক্ত থাকলে আবেদন করতে পারবেন না।

(৮) ক) ভর্ত্তির সময় রেজ্রিস্ট্রেশন ফি বাবদ ৫০০.০০ (পাঁচশত) টাকা মাত্র জমা দিতে হবে। খ) শর্তসাপেক্ষ ফেরৎ যোগ্য ২০০.০০ (দুইশত) টাকা মাত্র কশন্ মানি হিসাবে জমা দিতে হবে। গ) এছাড়া কোন অতিরিক্ত অর্থ (ফি) লাগবে না।

(৯) প্রশিক্ষণ চলাকালীন অসুস্থ হলে তার চিকিৎসার জন্য যাবতীয় খরচ প্রশিক্ষার্থীকেই বহন করতে হবে।

(১০) আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০শে এপ্রিল ২০২৪।

(১১) আবেদন পত্রের ভিত্তিতে নির্বাচিত প্রশিক্ষার্থীদের সিলেকশন ক্যাম্পে ডাকা হবে ৪ই ও ৫ই মে, ২০২৪ (সম্ভাব্য)।

(১২) পাঠক্রম শুরু হবে ১৫ই মে ২০২৪।

(১৩) প্রশিক্ষার্থী নির্বাচনের বিষয় কতৃপক্ষের সিন্ধান্তই চুড়ান্ত।

(১৪) প্রশিক্ষণ সম্মূর্ণ না করলে অথবা কোনও অসত্য তথ্য পরিবেশন করে থাকলে প্রশিক্ষণের যাবতীয় খরচ ফেরৎ দিতে হবে।

(১৫) মোবাইল ফোন শর্তসাপেক্ষে সঙ্গে রাখা যাবে।

(১৬) ধূমপান জাতীয় কোন নেশা করা যাবে না। 

(১৭) উপরের নিয়গুলি কতৃপক্ষ প্রয়োজনে যে কোন পরিবর্তন করতে পারবে।

Notice for the the Sub-Centers

All the Coordinators / Asst. Secretary / Secretary / President of the Sub-Centers are requested to Please submit the Documents / Data as per below format : 

 

BEFORE TRAINING :

1) Handbill for Awareness

2) Awareness Form (Attached with Photo of Awareness)

3) Application Form

3) Registration Form (Attached with – Passport Size Photo, Aadhaar Card, Voter ID Card, PAN Card, Ration Card, Caste Certificate, Qualification Certificate, (For Rural Poor – Job Card, Members of NRLM SHGs, Gram Panchayet Certificates, PMAY Families, SECC Household), Handicap Certificate and Bank Account Details)

4) Training Schedule (Daily Routine)

5) Kaushal Panjee Form

AFTER TRAINING :

1) PPR (Post Programme Report)

2) Training Log (Day by Day Training Log as per Course Module)

3) Feed Back Report of Trainees’

4) MILLY (Most Important Lesson Learnt Yesterday)

5) Attendance Signature Sheet with Attendance Register

6) Evaluation Sheet of Trainees’

7) Boarding Register

8) Practical Books

9) Photos of Training in JPGE file (Awareness, Inauguration, Micro Lab, Yoga, Shramdan, MILLY Reading, Game – Ring Toss, Tower Building & Boat Making, EDP Class (Faculty by RKMSSSM), Successful Entrepreneurs Class, Theory Class,  Practical Class, Guest Faculty Class, Group Photo, Valediction etc.) 

 

**********