10 Months Residential REDP Course 2023-24 (১০ মাসের আবাসিক প্রশিক্ষণ – আর ই ডি পি ২০২৪-২৫)

Download Application Form REDP Course 2024-25

(১) প্রশিক্ষণটি দুটি ভাগে হবে – (ক) ৬ (ছয়) মাসের কৃষিবিদ্যা ও সংশ্লিষ্ট বিষয়– উদ্যান বিদ্যা (Horticulture & Nursery Management), মাশরুম চাষ, মৌমাছি পালন, খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ (জ্যাম, জেলী, স্কোয়াশ, আচার, কাসুন্দি, সস ইত্যাদি), বীজ উৎপাদন, মাটি পরীক্ষা, কেঁচো সার, মৎস্য চাষ ও কৃত্তিম প্রজনন, রঙ্গিন মাছ চাষ, বিদেশী পাখী পালন, কৃষি যন্ত্রপাতির ব্যবহার এবং (খ) ৪ (চার) মাসের প্রাণীপালন ও প্রাথমিক চিকিৎসা, হাঁস-মুরগী ও ছাগল পালন ইত্যাদির সম্মিলিত বৃত্তিমূলক বিষয় এছাড়াও Value Education, EDP, Capacity Building, Social Work, Basic Computer and Soft Skill এগুলিও থাকবে।

(২) দশ মাসের সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণ চলাকালীন জরুরী কারণ ব্যতীত কোন ছুটি পাওয়া যাবে না।

(৩) শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম মাধ্যমিক।

(৪) বয়সঃ ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে (১লা এপ্রিল ২০২৪ অনুয়ায়ী)।

(৫) গ্রামে বসবাসকারী কঠোর পরিশ্রমে সক্ষম অবিবাহিত যুবকরা আবেদনের যোগ্য।

(৬) অবশ্যই স্বামী বিবেকানন্দের ভাবধারায় বিশ্বাসী এবং উৎসাহী হতে হবে।

(৭) বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে নাম নথিভূক্ত থাকলে আবেদন করতে পারবেন না।

(৮) ক) ভর্ত্তির সময় রেজ্রিস্ট্রেশন ফি বাবদ ৫০০.০০ (পাঁচশত) টাকা মাত্র জমা দিতে হবে। খ) শর্তসাপেক্ষ ফেরৎ যোগ্য ২০০.০০ (দুইশত) টাকা মাত্র কশন্ মানি হিসাবে জমা দিতে হবে। গ) এছাড়া কোন অতিরিক্ত অর্থ (ফি) লাগবে না।

(৯) প্রশিক্ষণ চলাকালীন অসুস্থ হলে তার চিকিৎসার জন্য যাবতীয় খরচ প্রশিক্ষার্থীকেই বহন করতে হবে।

(১০) আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০শে এপ্রিল ২০২৪।

(১১) আবেদন পত্রের ভিত্তিতে নির্বাচিত প্রশিক্ষার্থীদের সিলেকশন ক্যাম্পে ডাকা হবে ৪ই ও ৫ই মে, ২০২৪ (সম্ভাব্য)।

(১২) পাঠক্রম শুরু হবে ১৫ই মে ২০২৪।

(১৩) প্রশিক্ষার্থী নির্বাচনের বিষয় কতৃপক্ষের সিন্ধান্তই চুড়ান্ত।

(১৪) প্রশিক্ষণ সম্মূর্ণ না করলে অথবা কোনও অসত্য তথ্য পরিবেশন করে থাকলে প্রশিক্ষণের যাবতীয় খরচ ফেরৎ দিতে হবে।

(১৫) মোবাইল ফোন শর্তসাপেক্ষে সঙ্গে রাখা যাবে।

(১৬) ধূমপান জাতীয় কোন নেশা করা যাবে না। 

(১৭) উপরের নিয়গুলি কতৃপক্ষ প্রয়োজনে যে কোন পরিবর্তন করতে পারবে।

16 thoughts on “10 Months Residential REDP Course 2023-24 (১০ মাসের আবাসিক প্রশিক্ষণ – আর ই ডি পি ২০২৪-২৫)

    • April 21, 2023 at 7:36 PM
      Permalink

      এই কোর্স টা করতে চরতে কি Self Study করা যাবে?
      সপ্তাহে কয়দিন কতক্ষণ করে ক্লাস হবে?

      Reply
      • May 10, 2023 at 4:12 AM
        Permalink

        Oviously, you can continue your selfstudy with during running course. This is completely resedential 10 month course. Everyday four hours theory class and two hours practical class along with daily assigined duties are must be compulsory during the course.

        Reply
        • January 12, 2024 at 3:11 AM
          Permalink

          দাদা ২০২৪ এর কোর্সটি কবে থেকে শুরু হবে?

          Reply
    • February 18, 2024 at 11:11 AM
      Permalink

      হ্যাঁ, থাকা ও খাওয়ার জন্য কোন খরচ লাগে না।

      Reply
  • April 3, 2023 at 1:51 AM
    Permalink

    এখানে কি গরু & ছাগল চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়?

    Reply
    • May 10, 2023 at 4:20 AM
      Permalink

      A 10 month residential training of Agriculture and allied sector which include basic dairy and gottery trainning is provided by our Institute.

      Reply
  • April 16, 2023 at 11:09 AM
    Permalink

    1) Sir, jodi chagol palon o praathmik chikitsa and krishi jontropati meramot sikhte chai tahole shikte pabo. ?
    2) chagol palon o praathmik chikitsa ta shikhi tahole pasapasi gramgulite chikitsa korte parbo ki?

    Reply
    • May 10, 2023 at 4:16 AM
      Permalink

      This is 10 month residential integrated trainning about agriculture and allied sector which include gottery training also. during the training basic gottery trainning must be provided to all students.

      Reply
    • August 12, 2023 at 1:01 PM
      Permalink

      Hi, I am a resident of Bihar and I have completed my graduation from Calcutta University. I am 24 year old. Am I eligible for this program?

      Thank you!

      Reply
      • August 17, 2023 at 5:23 AM
        Permalink

        Please accept our Namaskar and best wishes. If, You are comfortable in bengali both reading, Writing and speaking, you are eligible , welcome.

        Reply
    • January 12, 2024 at 3:41 AM
      Permalink

      দাদা ২০২৪ এর REDP কোর্সটির ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হবে? আমি এই কোর্সটি করার জন্য খুবই আগ্রহী।

      Reply
  • August 1, 2023 at 4:25 PM
    Permalink

    আমি বিশ্বরূপ চক্রবর্তী,বয়স-২৫,যোগ্যতা- মেকানিকাল বি.টেক। ঠিকানা- কোন্নগর হুগলী। আমি বেকার যুবক, আমি ছাগল/মুরগী/হাস পালনের প্রশিক্ষন নিতে চাই।আগামীদিনে নিজের পায়ে স্বনির্ভর হয়ে দারাতে চাই।
    আশা রাখি আপনারা উপযুক্ত ব্যবস্থা গ্রহন করবেন।
    -বিশ্বরূপ চক্রবর্তী
    PH NO- ৮৫৮৫৮৬৮২৪৫

    Reply
    • February 18, 2024 at 10:58 AM
      Permalink

      স্যার, আপনি বি টেক করেছেন। আমরা Agriculture এর উপর টেনিং দিয়ে থাকি। আমরা শুরু আপনাকে বিনা পয়সায় ট্রেনিং দিতে পারি।

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *